ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘নির্বাচনের ওপর নজর রাখবে ইইউ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:১০, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এই নির্বচনের ওপর তারা নজর রাখবে বলে জানিয়েছে ইইউর ৭ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবেন বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে  এক বৈঠকে এসব তথ্য জানান ইইউর ৭ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন বৃটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি