ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকার বাজেট অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৪৭, ১৫ অক্টোবর ২০১৮

আগামী একাদশ সংসদ নির্বাচনের খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের সভায় আলোচনা শেষে কমিশন এতে অনুমোদন দেয়।

কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব জানান, আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইসির কাছে তুলে ধরেছি। আমরা এরইমধ্যে বেশ কিছু নির্বাচনি সামগ্রী সংগ্রহ করেছি।বাকি সামগ্রীগুলো অক্টোবরের মধ্যেই সংগ্রহ করা হবে।

তিনি জানান, নির্বাচনের ব্যালট বাক্স ও ব্যালট পেপারের জন্য যাবতীয় প্রস্তুতি ইসির রয়েছে। নির্বাচনের প্রস্তুতির জন্য আরপিও সংশোধন করে তা সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে ইভিএম ব্যবহারের বিষয়টিও কমিশন ভেবে দেখবে।

নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সকাল-বিকাল দু’বেলা বৈঠক করে নির্বাচন কমিশন। তবে এই বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কথা বলতে না দেওয়ার অভিযোগে নোট অব ডিসেন্ট দিয়ে তিনি বৈঠক বর্জন করেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি