ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নির্বাচনের তারিখ পেছানোর আর সুযোগ নেই : সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৩, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। একইসঙ্গে  সব দলের উপস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন চায় সিইসি।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সকালে রিটানিং কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে তিনি বলেন, সব দলের দাবির প্রেক্ষিতে এক সপ্তাহ নির্বাচন পেছানো হয়েছে।

বর্তমান কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে সিইসি বলেন, অবশ্যই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

উল্লেখ্য, গতকাল সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৮ নভেম্বর।

 টিআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি