ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরেন শেখ হাসিনা (ভিডিও)

রিয়াজ সুমন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৭ মে ২০২৩

৭ই মে বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে একটি স্মরণীয় দিন। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে শুরু করেন জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফেরানোর সংগ্রাম। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয় দেশবাসী।

২০০৬ সালে মেয়াদ শেষে সুষ্ঠু নির্বাচন না দিতে নানা অপকৌশলের আশ্রয় নেয় বিএনপি-জামায়াত জোট সরকার। রাজনীতির মাঠ হয়ে ওঠে সহিংস। এমন পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার, যার নিয়ন্ত্রণ ছিল মূলত সেনাবাহিনীর হাতে। জারি করা হয় জরুরি অবস্থা, নিষিদ্ধ করা হয় রাজনৈতিক সব কর্মকাণ্ড।

ওই সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর বিরুদ্ধে দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন দৃঢ়চিত্ত বঙ্গবন্ধু কন্যা। 

জরুরি অবস্থার মধ্যেই ২০০৭ সালের ৭ মে দেশে ফিরে আসেন তিনি। অভ্যর্থনা জানায় লাখো জনতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের যে মূল লক্ষ্য ছিল এই দেশকে বি-রাজনৈতিক মেরুকরণের দিকে নিয়ে যাওয়া, রাজনৈতিক নেতৃত্বকে এই দেশে কোনো ধরনের আন্দোলন-সংগ্রামে যুক্ত না হতে দেওয়া। সেই কারণেই তারা জানে, এখানে একমাত্র রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যক্তিত্ব হচ্ছে শেখ হাসিনা, যিনি এই দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন।”

দেশে ফিরেই তিনি শুরু করেন গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবন্দি শেখ হাসিনাকে ২০০৮ সালের ১১ জুন বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। চিকিৎসা শেষে দেশে ফিরে গণতন্ত্র উদ্ধারে আবারও আন্দোলন গড়ে তোলেন তিনি। 

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “এই যে দীর্ঘ গণতন্ত্রের পথের যাত্রা, সেই যাত্রায় কত ধরনের বাধা-প্রতিবন্ধকতা, চড়াই-উৎড়াই পার হয়ে শেখ হাসিনাকে আজকে এই জায়গায় আসতে হয়েছে। সেটা আমরা উপলব্ধি করছি।”

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করেন শেখ হাসিনা। দিন বদলের অভিযাত্রায় উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি