ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নীলফামারী সদর হাসপাতালে ডাক্তার-নার্স সংকট (ভিডিও)

প্রকাশিত : ১৬:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ডাক্তার-নার্স সংকটে নীলফামারী সদর হাসপাতাল। রোগি নিয়ে হাসপাতালে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্বজনরা। রোগির চাপ সামাল দিতে হাসপাতালের পুরোনো ১শ’ শয্যা ভবনের পাশে আড়াই শ’ শয্যার নতুন ভবন নির্মিত হলেও জনবল নিয়োগ না দেয়ায় সেটির কার্যক্রম শুরু হয়নি।

২০০৯ সালে নীলফামারী সদর হাসপাতাল ৫০ থেকে ১শ’ শয্যায় উন্নীত হয়। গেল দশ বছরে সেখানে চিকিৎসক-নার্স সংকট রয়েছে। ২২ জনের স্থলে ডাক্তার আছেন ১৩ জন। প্রতিদিন হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগে আড়াই থেকে ৩শ’ এবং বহির্বিভাগে ৬শ’ রোগিকে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ।

হাসপাতালের বিভিন্ন সেকশনে চরম সংকটে পড়তে হয় রোগিদের। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীর সল্পতাও রয়েছে। 

রোগিদের সেবা বাড়াতে সদর হাসপাতালে ২৫০ শয্যার আরেকটি আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। তবে সেটির জনবল নিয়োগ না দেয়ায় কাজে আসছে না এখনো। এছাড়া হৃদরোগ বিভাগটি দ্রুত চালুর প্রয়োজন বলে জানালেন সিভিল সার্জন।

দ্রুত জনবল সংকট কাটিয়ে হাসপাতালের চিকিৎসার মান বাড়াতে, সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই দাবি নীলফামারীবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি