ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নেপালে বিনামূল্যে ফোন করা যাবে গ্রামীণ ফোনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ তথ্য জানতে দেশটিতে বিনামূল্যে মোবাইল ফোন কলের সুযোগ করে দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণ ফোন।

দেশের অন্যতম বৃহৎ এই কোম্পানি সোমবার রাতে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় যে, নেপালের যে কোন মোবাইল নম্বরে বাংলাদেশ থেকে গ্রামীণ ফোন ব্যবহারকারীরা বিনামূল্যে যোগাযোগ করতে পারবেন। এর জন্য খরচ করতে হবে না কোন টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ফোনের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, দেশের এই মর্মান্তিক সময়ে দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানতে গ্রামীণ ফোনের গ্রাহকেরা যেন সহজে যোগাযোগ করতে পারে সে কারণেই জনস্বার্থে এমন উদ্যোগ নিয়েছে গ্রামীণ ফোন।

/এস এইচ এস/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি