ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে ইউএনও`র দুর্নীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ১৮ মার্চ ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম এর বিভিন্ন পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে দুপুরে উপজেলা পরিষদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এবিএম জাফর উল্যা।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য বলেন, ইউএনও ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। উপজেলার ১৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিন্মমানের বায়োমেট্রিক মেশিন ৭ হাজার টাকার এর স্থলে ১৭ হাজার টাকা নিয়ে অতিরিক্ত টাকা আত্মসাৎ করে।
 
হাটবাজার ও জলাশয়ের ইজারার টাকা তার সিএ জাহেরের যোগসাজসে সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ। মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে ৫ হাজার টাকা এবং এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি, পিএসসি/এবতেদায়ী পরীক্ষার প্রতিটি কেন্দ্র থেকে বাধ্যতামূলক ১৫ হাজার টাকা করে উৎকোচ গ্রহন করেন। গৃহহীনদের জন্য সরকারী অর্থে গৃহ নির্মাণে অনিয়মসহ বিভিন্নক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের দূর্নীতির চিত্র তুলে ধরে দ্রুত বদলি ও দুর্নীতির বিচার দাবী করেন।
 
এসময় তিনি আর বলেন, দুর্নীতিবাজ ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের মধ্যে কোন ব্যবস্থা না নিলে আগামীকাল আবার উপজেলা চত্বরে মানববন্ধন করবে উপজেলা আওয়ামী লীগ। উল্লেখ্য, সোমবার একই দাবীতে উপজেলা চত্বরে ঝাড়–ও জুতা মিছিল করা হয়।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি