ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নৌ সচিব হলেন মেজবাহ উদ্দিন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করেছে সরকার। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় মেজবাহ উদ্দিনের পদোন্নতি ও পদায়নের এই আদেশ জারি করে। 

সিলেটের বিভাগীয় কমিশনার থাকার সময় গত বছর জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) উইংয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পান মেজবাহ উদ্দিন। বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার গ্রামের বাড়ি ফেনী সদরে। তার ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পিআরএলে (অবসরোত্তর ছুটি) যাওয়ার কথা রয়েছে। 

তিনি রাজশাহীর জেলা প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সামাদ ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি