ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নড়াইলে ওসিকে ‘ঘুষ দিতে গিয়ে বিএনপির এজেন্ট’ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৮ ডিসেম্বর ২০১৮

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থীর ‘নির্বাচনী এজেন্ট’ মো. রিয়াজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি ওসি ইলিয়াস হোসেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে অবগত করেন।

আটককৃত বিএনপি সমর্থক রিয়াজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে ওসিকে ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষ্যে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল আমাকে ৫০ হাজার টাকা দিয়ে ওসির কাছে পাঠান। একটি প্যাকেটে করে টাকাগুলো ওসির কাছে নিয়ে আসি। কিন্তু ওসি এ টাকা গ্রহণ করেননি। রিয়াজুল শহরের মহিষখোলা এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে অবৈধ টাকা বিতরণ রোধসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আমরা নজর রেখে আসছি। এরই মধ্যে সদর থানার ওসির কাছে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের এক সমর্থক ৫০ হাজার টাকা নিয়ে আসেন। ওসি ইলিয়াস হোসেন সততা ও যথাযথ দায়িত্ববোধের পরিচয় দিয়ে বিষয়টি আমাকে অবগত করেন। এ ঘটনায় ৫০ হাজার টাকাসহ রিয়াজুল ইসলামকে আটক করা হয়। ৫০০ টাকার নোট দিয়ে একটি প্যাকেটের মধ্যে এ টাকাগুলো ওসির কাছে আনা হয়।       

এদিকে, সচেতনমহল বিভিন্ন পেশার মানুষ বলেন, ওসি ইলিয়াস হোসেন অত্যন্ত সততা ও পেশাগত দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। পুলিশ প্রশাসনে এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ডে এ বিভাগের সুনাম ও দায়িত্ববোধের বিষয়টি অক্ষুণ্ন থাকবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি