ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নড়াইলে মইনুলের বিরুদ্ধে মানহানি মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন স্থানীয় পত্রিকার সাংবাদিক মিলি খানম। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ আসামি মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে একাত্তর টিভির টকশো ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে মইনুল হোসেন চরিত্রহীন বলে কটূক্তি করেন। এ ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুদা ভাট্টিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এমন মন্তব্য করায় মাসুদা ভাট্টির ১০ কোটি টাকার মানসম্মান হানি ঘটেছে। এ ঘটনায় বাদি মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেন। নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম জানান, মামলাটি দায়েরের পর বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

একে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি