ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ২৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নড়াইল সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মিলনায়তনে শুক্রবার (২৮ অক্টোবর) দিনব্যাপী দাবা খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। প্রতিযোগিতায় ১০টি বিদ্যালয়ের ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, যুগ্মসম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রতিযোগিতা শেষে বালক ও বালিকা গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে দাবাড়ুদের জার্সি উন্মুক্ত করা করা হয়। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি