ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পটুয়াখালীতে ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার ২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ১৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) এবং একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে মো. জহিরুল ইসলাম(২২)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ সাইফুল ও জহিরুলকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি