ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পত্নীতলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ২১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলায় বিআরটিসি বাস চাপায় রাব্বি হোসেন(১৭) নামে এক মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধামইরহাট-পত্নীতলা সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নিহত রাব্বী মোটসাইকেল যোগে উপজেলা সদরের নজিপুর থেকে বাড়ি ফেরার পথে বিজিবি ক্যাম্প এলাকায় রাজশাহীগামী বিআরটিসি বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটসাইকেল থেকে রাব্বী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আরও বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি