ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পথশিশুদের সঙ্গে ঈদের খাবার খেলেন সেনা সদস্যরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ৪ আগস্ট ২০২০

মাগুরায় পথশিশুদের সাথে ঈদের খাবার ভাগ করে খেলেন সেনা কর্মকর্তারা। 

গত শনিবার (১ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর আয়োজনে শহরের পিটিআই স্কুল মাঠে ৫৫ পদাতিক লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকীসহ স্থানীয় পৌর কাউন্সিল মকবুল হাসান তাদের সাথে মাদুরে বসে খাবার গ্রহণ করেন।

আতিফ সিদ্দিকী জানান, করোনাভাইরাসের এই মহামারিতে প্রথম থেকে মাগুরায় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সেনাবাহিনী যুক্ত আছে। 

পবিত্র ঈদ-উল-আযহা ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে জিওসি ৫৫পদাতিক ডিভিশনের নিদের্শনায় ঈদের দিনে মাগুরা জেলা দু:স্থ অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। ঈদের আনন্দ ছোট শিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের সাথে খাবার খাচ্ছি ও উপহার সামগ্রী প্রদান করেছি।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি