ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পদ ফিরে পেলেন মৌলভীবাজারের দুই ইউপি সদস্য

মৌলভীবাজার প্রতিনিধি  

প্রকাশিত : ১৬:০৬, ৯ অক্টোবর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাময়িকভাবে বহিষ্কার হওয়া দুই ইউপি সদস্যকে পুনরায় তাদের স্বপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ পেয়ে স্বপদে ফিরিয়ে দেয়ায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও তদন্তকারী স্থানীয় সরকারের ঊর্ধ্বতন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান। 

আজ শুক্রবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এলাকার লোকজনদের নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিপ্রায় ব্যক্ত করেন।

তিনি জানান, ‘১০ টাকা কেজির চাল না পাওয়া নিয়ে স্থানীয় ৩ নাগরিকের এক অভিযোগের ভিত্তিতে গত ৫/৫/২০২০ ইং স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে ও একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাহিদা বেগম রূপাকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশ পেয়ে তিনি তার স্বপক্ষে জবাব দেন। পরবর্তীতে ইউপি সদস্যদের যথাযত জবাব ও বিষয়টি অধিকতর তদন্ত শেষে চাল চুরিতে আমাদের সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি। তবে এ ঘটনায় অভিযোগকারীদের চাল না পাওয়ার অভিযোগটি সত্য ছিল। এ অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন স্থানীয় ডিলার আনোয়ার উদ্দিন। প্রশাসন ইউপি সদস্যদের স্বপদে বহাল রেখে আনোয়ার উদ্দিনের চালের ডিলার বাতিল করেছে।’

ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, ‘বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’ 

এ ব্যাপারে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল জানান, ‘গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের পুনর্বহাল করা হয়। এ সংক্রান্ত চিঠি পেয়ে তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যদের কাজে যোগ দিতে বলেছেন।’

তিনি বলেন, ‘পরিষদের ওই দুই সদস্য চাল চুরির ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। এটি ডিলাররা করে থাকেন। এখানে জনপ্রতিনিধির কোন স্বাক্ষরেরও প্রয়োজন হয় না। এ ঘটনায় ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। তবে, জনপ্রতিনিধিদের তদারকির দায় আছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি