ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পদকজয়ী অ্যাথলেটদের সম্বর্ধনা দিয়েছেন বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ

প্রকাশিত : ২০:২৩, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:২৩, ১৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে পদকজয়ী অ্যাথলেটদের সম্বর্ধনা দিয়েছেন বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহ্যাম প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় রাণী এলিজাবেথ ছাড়াও ডিউক, ড্যাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামস ও ক্যাথারিন এবং প্রিন্স হ্যারি উপস্থিথ ছিলেন। পদক জয়ী অ্যাথলেটদের সাথে আনন্দঘন সময় কাটান রাণী। রিও অলিম্পিকে ২৭টি স্বর্ণসহ ৬৭টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বৃটেন। আর প্যারা অলিম্পিকে ১৪৭টি পদক জয় করে চমক দেখিয়েছে বৃটিশ অ্যাথলেটরা। দেশের সুনাম বৃদ্ধি করায় অ্যাথলেটদের ধন্যবাদ জানান রাণী এলিজাবেথ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি