ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

পদ্মার পানিতে ভেসে এলো বিষধর সাপ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৮, ২ অক্টোবর ২০১৯

পদ্মার পানিতে ভেসে এসেছে প্রচন্ড বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাটে পদ্মা পাড়ের এএলএম ব্রিকস নামের একটি ইটভাটা থেকে মঙ্গলবার বিকালে সাপটি উদ্ধার করে স্থানীয়রা। ইটভাটায় এ সাপ দেখতে পেয়ে শ্রমিকেরা আতংকগ্রস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ভাটার এক নারী শ্রমিক প্রথমে ভাটা সংলগ্ন জমিতে পানির মধ্যে সাপটি দেখতে পান। পরে আরো দুই শ্রমিকের সহায়তায় সাপটিকে ধরে একটি ড্রামের মধ্যে আটকে রাখা হয়। 

আজ বুধবার সকালে সাপটি ড্রামের মধ্যে মারা যায়। পরে সাপটিকে পাশ্ববর্তী জায়গায় মাটিতে পুতে ফেলা হয়েছে।

ফরিদপুর বন বিভাগের কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। ওজন সাড়ে পাঁচ কেজি। ফরিদপুরে রাসেল ভাইপার সাপ এই প্রথম পাওয়া গেল। এর আগে চরভদ্রাসন উপজেলার কাশবনে পাওয়া গেলেও এবার পাওয়া গেল ফরিদপুরে। দেশের বিভিন্ন অঞ্চলে এ সাপের কামড়ে গত তিন বছরে ছয়জনের মৃত্যু হয়েছে।

খুলনার বন্যপ্রাণী ও সাপ বিশেষজ্ঞ আবু সাইদ বলেন, রাসেল ভাইপারকে চন্দ্রবোড়াও বলা হয়। এ সাপ সাধারণত দেশের উত্তরাঞ্চল তথা বরেন্দ্র অঞ্চলে দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে সাপটি ভেসে ফরিদপুরে এসেছে। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি