ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পদ্মায় ১৮যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বৈরি আবহাওয়ার ও প্রবল ঢেউয়ের তোড়ে মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৮ জন যাত্রী নিয়ে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট পাদ্মায় ডুবে গেছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

বিআইডাব্লিউটিএ`র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসছিল স্পিডবোটটি। পথে প্রবল ঢেউয়ের আঘাতে ঘটনাস্থলে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়।

যতটুকু জেনেছি, যাত্রীদের উদ্ধার করা গেছে। কতজনকে উদ্ধার করা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষের দাবি, ডুবে যাওয়া স্পিডবোটের সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে আজ বুধবার সকাল ৯টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

টিআর/  এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি