পপুলার হাসপাতাল’র মালিকের স্ত্রী মারা গেছেন
প্রকাশিত : ২২:১৭, ১০ জুন ২০২০

তাহেরা আক্তার
রাজধানীয় পপুলার হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল’র মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোস্তাফিজুর রহমানের স্ত্রী তাহেরা আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডির স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার শুরুতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। হঠাৎ অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র’তে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এরই মধ্যে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।
এমএস/এসি
আরও পড়ুন