ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পরাজিত প্রার্থীর সহযোগিতা চাইলেন নবনির্বাচিত মেয়র(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আধুনিক গাজীপুর গড়তে পরাজিত মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকারের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। ভালো কাজে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন হাসান উদ্দিন সরকার। সকালে মেয়র সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির পরাজিত প্রার্থীর সাথে।

টঙ্গীর আউচপাড়ায় আহসান উল্লাহ সরকার এতিমখানা ও মাদ্রাসায় সৌজন্য সাক্ষাত হয় সদ্য নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম ও পরাজিত প্রার্থী হাসান উদ্দিন সরকারের।

এসময় একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তারা। নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান হাসান উদ্দিন সরকার।

একজন আরেকজনকে মিষ্টিমুখ করান। গাজীপুর সিটির উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন তারা।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দুই দলের নেতাকর্মীরা। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি