ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পরিবর্তন এসেছে রেলওয়ের সেবায় (ভিডিও)

দিপু সিকদার

প্রকাশিত : ১২:৫৮, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৩৫, ২০ জানুয়ারি ২০২২

পরিপাটি করে সাজানো কক্ষ, ঝকঝকে পরিস্কার। দেয়ালে বুক সেলফে থরে থরে বই। এমন ব্যতিক্রমী চিত্র এখন কমলাপুরের রেলওয়ে পুলিশের হাজতখানায়। সেবায়ও আনা হয়েছে পরিবর্তন।

কমলাপুর রেল স্টেশন, যাত্রীদের পানি খাওয়াচ্ছে পুলিশ। এমন ছবি যেনো পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে।

সেবায় মুগ্ধ সাধারণ মানুষ বলছে, এমন দৃশ্য দেখতে চান দেশজুড়ে।

এক যাত্রী জানান, ‘পুলিশ থেকে মানুষ আতঙ্কিত হয় এবং দৌড়ায়। কিন্তু আজকে কমলাপুরে যে ব্যবহারটা  দেখলাম তাতে মনে হল পুলিশ জনগণের সত্যিই বন্ধু।’

কমলাপুর রেলস্টেশনের অন্য আরেক যাত্রী বলেন, ‘রেলওয়ে পুলিশের সবচেয়ে ভালো সার্ভিস পেলাম, আমার জীবনের প্রথম দেখা এটা। এই সেবাটা বাংলাদেশের সবজায়গায় হওয়া উচিত।’

শুধু তাই নয়, পথে শিশুদের দেয়া হচ্ছে চকলেট। দেয়ালে বিভিন্ন কবিতার উদ্ধৃতি।

এক শিশু যাত্রী জানাল, ‘পুলিশ আমাদেরকে চকলেট দিয়েছে এবং পানি খাওয়ালো।’

বদলে গেছে হাজতখানার চিত্রও। ভেতরে সাজানো বই, পড়ছেন আসামিরা। 

পুলিশ বলছে, বাংলাদেশে এটিই প্রথম থানা যেখানে মিলছে এমনসব সেবা।

ঢাকা রেলওয়ে থানার ওসি মো: মাজহারুল হক বলেন, পুলিশ সুপার সাইফুল আল মামুন এই উদ্যোগটা সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে নিয়েছেন। সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়েছে যাতে আসামিদের মধ্যে পরিবর্তন আসে, সংশোধনের পথে আসতে পারেন।

আগামীতে সেবার মান আরও পরিবর্তন আনার আশাবাদ জানান এই কর্মকর্তা

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি