ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

পরিশ্রমী,দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৫১, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রায় ৩০হাজার নতুন ভোটার নির্বাচিত করতে চান সৎ, পরিশ্রমী, দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে। নতুন ভোটারদের মন কাড়তে প্রার্থীরা নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন। নতুন ভোটারের আগ্রহ বিবেচনা করে নির্বাচনী ইশতেহারে আইসিটি, কর্মসংস্থানসহ নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ফ্যক্টর হয়ে উঠেছেন নতুন ভোটাররা। নতুন ভোটাররা চান- যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচিত করতে। যারা আইসিটি বিষয়ে অভিজ্ঞ সেই প্রার্থীই পছন্দ তাদের। পাশাপাশি নতুন কর্মস্থান সৃষ্টি, মডেল নগরী গড়ে তোলার দাবি তাদের।

সিলেটে যানজট, জলাবদ্ধতাসহ নানা সমস্যা সমাধানের প্রতিশ্র“তি যিনি বাস্তবায়ন করবেন তিনিই পাবেন নতুন ভোটারের সমর্থন।

এদিকে- নতুন ভোটারদের দিকে নজর দিয়েছেন প্রার্থীরা। তারা বলেন- সিলেট নগরকে উন্নত করে প্রযুক্তির সংমিশ্রন ঘটাতে তারা নির্বাচনী ইশতেহারেই পরিবর্তন আনছেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও নজর দেবেন তারা।

শুধু মেয়র নয়, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের দিকে নজর রাখছেন নতুন ভোটাররা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি