ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে শরণখোলায়: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ২২ ডিসেম্বর ২০১৮

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন বলেছেন,আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছরে দক্ষিনাঞ্চলে কোন বেকার থাকবে না।

শনিবার বাগেরহাট শরণখোলা-মোড়লগঞ্জ উপজেলার এসএম কলেজ মাঠের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাট, খুলনা, যশোর পরিনত হবে শিল্প শহরে। পানগুছি নদীতে ব্রীজ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন এখন শুধু সময়ের ব্যাপার। তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করবেন।

শেখ হেলাল উদ্দিন আরও বলেন, গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে আওয়ামী লীগ। মৃত প্রায় মোংলা বন্দরকে সচল করেছে। খান জাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেলপথ, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কসহ বাগেরহাটে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় ভোট দিবেন।

আসছে নির্বাচনে সারাদেশে নৌকার জয় হবে। তাই জাতীয় ঐক্যফ্রন্টের নামে একমঞ্চে উঠে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্থানের দোসররা। তারা সোনার বাংলাকে আবারও  পাক সেনাদের হাতে তুলে দিতে চায়।এ ব্যাপারে সকলে সতর্ক থাকবেন। 

এসএম কলেজ মাঠের এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি, আ. লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

এতে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা এসএম কামাল, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, মিজানুর রহমান জনি, এম এমদাদুল হক।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি