ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ৯ ডিসেম্বর ২০১৮

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত হার দেয়ালে পিঠে গিয়েছিলো। তবে পাকিস্তানে বিপক্ষে বাঁচা মরার ম্যাচে তাদেরকে হারিয়ে সেমিফাইনারে উঠলো বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। আজ রোববার এসিসি ইমার্জিং টিমস কাপ আসরে ‘বি’গ্রুপের শেষ ম্যাচে দাপুটে নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে জয় দেখে তারা।

টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরির সঙ্গে বল হাতে দুই উইকেট মোসাদ্দেক। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে তিন অর্ধশতকে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ পৌঁছে ৩০৯/৫-এ। সর্বোচ্চ ৮৫ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। ওপেনার জাকির হাসান ৬৯ ও ছয় নম্বরে ব্যাট হাতে ইয়াসির আলী করেন ৫৬ রান।

জবাবে ৪৬.৫তম ওভারে ২২৫ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বল হাতে ১০ ওভারের স্পেলে মাত্র ৩৬ রানে তিনউইকেট নেন সদ্য টেস্ট অভিষেক হওয়া অফস্পিনার নাঈম হাসান। মোসাদ্দেক হোসেন নেন দুই উইকেট।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি