ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক ফরিদ হোসেন জানান, সাগরে নিম্নচাপ থাকায় সকাল থেকেই বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হবে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের অনেকেই বিকল্প হিসেবে ফেরিতে পারাপার হচ্ছেন।

বিআইডব্লিউটিসির সূত্র জানান, বৃষ্টির কারণে ফেরি ঘাটে লোড-আনলোডে অনেক বেগ পেতে হচ্ছে। পারের অপেক্ষায় আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন। এ নৌ-রুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি