ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৬শতাধিক ট্রাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ফেরি কম ও নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘাটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় আছে ৬শতাধিক ট্রাক। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা। উভয় ঘাট এলাকায় পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

বুধবার সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাট এলাকায় পারাপারের জন্য ছয় শতাধিক ট্রাক অপেক্ষামাণ রয়েছে বলে জানিয়েছেন ফেরিঘাট সংশ্লিষ্টরা।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, বুধবার ভোরে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির বেশ চাপ থাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়। পরে সকাল ৭ টার দিকে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ কমে। তাই ট্রাক পারাপার শুরু হয়।

জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৮ টি ফেরি চলাচল করছে। কিন্তু যানবাহনের চাপ খুব বেশি। এছাড়া নদীতেও প্রচণ্ড স্রোত রয়েছে। এর ফলে প্রায়ই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন জমে যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি