ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পানমশলার বিজ্ঞাপন করে তোপের মুখে আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:১৪, ২০ জানুয়ারি ২০১৯

ভারতের জনপ্রিয় একটি কোম্পানির পানমশলার বিজ্ঞাপনে কাজ করেছেন আনুশকা শর্মা। আর এটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে সরব হয়েছে অসংখ্য মানুষ। সরাসরি নেটিজেনরা প্রশ্ন ছুঁড়ে দিল তার কাছে- ‘আপনার এনডর্স করা পানমশলার কারণে যদি কারও ক্যান্সার হয় তাহলে আপনি কী করবেন?’

আর মুহুর্তেই সেই প্রশ্ন ছড়িয়ে পড়েছে চারিদিকে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ট্রোলিং পর্ব। এই একই পানমশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে রিপ্লেস করে সম্প্রতি আনুশকা শর্মাকে আনা হয়েছে।

 

বিজ্ঞাপনটি প্রথম টুইটারে মুক্তি পায়। ব্যাণিজিকভাবে দেখার পর থেকেই এক একজন এক এক রকমের সমালোচনা নিয়ে হাজির হয়েছেন।

অনেকে কমেন্ট করেছে, ‘পশু-পাখিদের কল্যাণে এতো ভিডিও করো, এই বিজ্ঞাপনটা করার সময় মানুষের কল্যাণের কথা মাথায় ছিল না?’

একজন কমেন্ট করেছে, ‘খুব সুন্দর ভাবনা ম্যাডাম। এই ভাবনাও যেন ওরাল ক্যান্সারে আক্রান্ত মানুষদের জন্যও থাকে আপনার। এই ধরণের পান মশলার ব্র্যান্ডে আপনার হাজারও ভক্তদের উপর প্রভাব ফেলবে। এতে তাদের ক্ষতিও হতে পারে।’

অন্যদিকে, আনুশকার কিছু সংখ্যক ভক্তরাও দুঃখপ্রকাশ করেছেন। তারা অভিনেত্রীর কাছে থেকে এটা আশা করেননি। কারণ দীপাবলি কিংবা হোলিতে আনুশকা ভিডিও করে সকলকে অনুরোধ করেন যাতে শব্দবাজি ফাটানো না হয়, পশুদের গায়ে রং না লাগানো হয়।

এদিকে এটি নিয়ে বিরাট কোহলিকে জড়িয়েও মন্তব্য করেছে নেটিজেনরা। তাদের কথায়, ‘বিরাট বলে তিনি এমন কোনও জিনিস এনডর্স করবে না যাতে মানুষের ক্ষতি হয়। এদিকে আনুশকা এসব এনডর্সমেন্ট করে যাচ্ছেন।’

সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি