পানি কমলেও বেড়েছে ভাঙ্গন (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৯, ১২ জুলাই ২০১৮

গাইবান্ধায় ঘাঘট ও তিস্তা নদীর পানি কমছে। তবে এখনো তলিয়ে আছে অনেক এলাকা। কয়েক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। জামালপুরে যমুনার পানিও কমলেও ভাঙ্গন বেড়েছে। জেলার নিম্নাঞ্চল এখনো পানির নিচে।
গাইবান্ধায় তিস্তা-যমুনা, ঘাঘটসহ প্রায় সব নদীরই পানি কমছে। গত দুই দিনে ৪ উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে এসব এলাকায় এখন ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ।
বন্যার কারণে বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। উপার্জন না থাকায় অনেকের পরিবারের খরপোষ চালানোই দুরহ হয়ে পড়েছে। দুর্গতরা বলছেন প্রথমদিকে ত্রাণ দেয়া হলেও, এখন পাচ্ছেন না।
এদিকে, ব্রহ্মপুত্রের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায়, হুমকির মুখে জামালপুর শহর রক্ষা বাঁধ। এছাড়া ইসলামপুর উপজেলার চিনাডুলি, বেলগাছা, সাপধরি, নোয়ারপাড়া, পাথশী ও কুলকান্দি ইউনিয়নের অনেক এলাকা যমুনা নদীর পানিতে তলিয়ে আছে। নষ্ট হয়ে গেছে এসব এলাকার জমির ফসল।
এছাড়া ইসলামপুর গোঠাইল হার্ড পয়েন্টে ভাঙ্গণ বেড়েছে। বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
বন্যায় গেল এক সপ্তাহে জেলার ৫ শ’রও বেশি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
আরও পড়ুন