ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় দুর্বৃত্তের হামলায় ব্যাবসায়ি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ৩০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

পাবনার সুজানগরে হাফিজুর রহমান নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গেল শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন হাফিজুর। তারপর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সকালে চন্ডিপুর মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি