ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পাহাড় ধসে খাগড়াছড়িতে ৩ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৫:৫৫, ১৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাহাড় ধসে খাগড়াছড়ির রামগড় ও লক্ষ্মীছড়িতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া, নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ী ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, রাঙামাটিতে এখনও স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। মেরামতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। তবে, প্রশাসনের হস্তক্ষেপে কেটেছে জ্বালানি সংকট। স্বাভাবিক হতে শুরু করেছে নিত্যপণ্যের দামও।
নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির কয়েকটি স্থানে পাহাড় ও ভূমিধসের ঘটনা ঘটেছে। রোববার ভোরে রামগড় উপজেলার নাকাপার গুদামছড়া এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছে দুই সহোদর। নিহতরা হলো- ওই এলাকার গোলাম মোস্তফার শিশুপুত্র নুরনবী ও নুর হোসেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা উদ্ধার অভিযান চালায়।
এদিকে, লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কারবাড়িপাড়ায় পাহাড় ধসে মৃত্যু হয়েছে নিপন চাকমা নামে এক শিশুর।
রাঙামাটির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিত্যপণ্যের দাম বাড়লেও, প্রশাসনের হস্তক্ষেপে তা স্বাভাবিক হতে শুরু করেছে। নৌপথে তেল আনায় কেটে গেছে জ্বালানি সংকটও।
রাঙামাটির জেলা প্রশাসক বলেছেন, দুর্যোগকে কাজে লাগিয়ে কেউ অন্যায়ভাবে ফায়দা নেয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।
ব্যবসায়ীদের পণ্য পরিবহনে নৌপথে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি