ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৫ জুন ২০১৭

পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সকাল থেকে আবার শুরু হয়েছে। সহায়তা করতে এরই মধ্যে চট্টগ্রাম থেকে ৬০ সদস্যের উদ্ধার টিম যোগ দিয়েছে।
এদিকে নিখ্ােজ সেনা কর্মকর্তার মৃতদেহ এখনো পাওয়া যায়নি। বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাঙ্গামাটিতে ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। এলাকায় এখনও বিদ্যুৎ নেই। বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বান্দরবানে উদ্ধার কাজ গতকাল সমাপ্ত ঘোষণা করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি