ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাহাড়ে ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি পাহাড়ে বসবাসকারীদের পুর্ণবাসের উদ্যোগ নেয়ারও কথা বলেছেন তিনি। সকালে চট্টগ্রামের ঝুকিপূর্ণ বিভিন্ন পাহাড়ী এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
টানা কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনাইশসহ পার্বত্য এলাকায় পাহাড় ধ্বসে ব্যাপক প্রাণহানি ঘটে। এর আগে ২০০৭ সালে চট্টগ্রাম মহানগরীতে মারা যায় ১২৭জন। প্রতিবছরই বর্ষা এলেই থাকতে হয় দুর্ঘটনার আতংকে।  
জেলা প্রশাসন প্রতিবছরই অভিযান চালায় পাহাড়ে বসবাসকারী অবৈধ বাসিন্দাদের উচ্ছেদে। বিচ্ছিন্ন করে দেয়া হয় পানি-বিদ্যুত-গ্যাস সংযোগ । কিন্তু অভিযান শেষ হওয়ার পর আবার স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় পাহাড়ে স্থাপন করা হয় বসতি।
বৃহস্পতিবার  ঝুঁকিপুর্ণভাবে  পাহাড়ে বসবাসকারীদে দেখতে নগরীর লালখান বাজার মর্তিঝর্ণা  ও বাটালী হিল এলাকা পরিদর্শন করেন, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন তিনি।  
ঝুকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদের পর তাদের পুর্নবাসনের উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন মন্ত্রী।
পরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দেখতে নগরীর হালিশহর এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেন ওবায়দুল কাদের।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি