ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পিইসিতে ছয়শতে ৬০০ পেয়েছে জায়েদও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪৬, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এবারই প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ পেয়ে  খবরের শিরোনাম হয়েছে  নওগাঁর মহাদেবপুর উপজেলার মেয়ে সারা জেরিন। এটা পুরানো সংবাদ হলেও নতুন খবর হলো খোঁদ রাজধানীতে এমন আর এক শিক্ষার্থী পাওয়া গেছে।

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এ শিক্ষার্থীর নাম জায়েদ বিন জাহেদ মল্লিক। তিনিও প্রাথমিক শিক্ষা সমাপনী(পিইসি)পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ পেয়েছে।

জায়েদের বাবা কৃষিবিদ মো. জাহিদুর রহমান মল্লিক ও মা জাজিরা বিনতে জবির। বাবা-মায়ের সঙ্গে জায়েদ রাজধানীর পশ্চিম তেজতুরি বাজারের গার্ডেন রোডে বসবাস করে। তাদের স্থায়ী আবাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি গ্রামে।

জায়েদের এই ফলাফলে তার স্কুলের শিক্ষকরাও খুব খুশি। তাঁরা বলেন, সে বরাবরই ভালো ও মনোযোগী ছাত্র। তার এই ফলাফল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। আমরাও গর্বিত। ভবিষ্যতে সে অনেক ভালো করবে এই প্রত্যাশাই করি আমরা।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি