ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

পিপিই বিতরণ করলেন আনোয়ার খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৩ এপ্রিল ২০২০

করোনা হানা দেয়ার পর থেকেই খাবারের চেয়ে বেশি সঙ্কট ছিল পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম )। বিশেষ করে মাঠে কাজ করা ডাক্তার, সেবিকা, সাংবাদিক, ক্যামেরাম্যান, পুলিশসহ অন্যরা। এবার খাবারের পাশাপাশি মাস্ক ও পিপিই নিয়ে এগিয়ে এসেছেন আনোয়ার হোসেন খান। যিনি লক্ষীপুরের সংসদ সদস্য এবং ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। 

বিশিষ্ট এই ব্যবসায়ী শাহজালাল ইসলামী ব্যাংকসহ আরও ক’টি ব্যাংকের পরিচালক। বাংলাদেশ জার্ণাল নামে তাঁর একটি পত্রিকা ও অনলাইনও রয়েছে। ইতোমধ্যে আনোয়ার হোসেন খান (লক্ষ্মীপুর-১ সংসদীয়) তাঁর নির্বাচনী এলাকা লক্ষীপুরের রামগঞ্জ থেকে ভিন্নধর্মী থেকে এই কার্যক্রম শুরু করেছেন। ঢাকায় একাধিক টেলিভিশন, ডাক্তার, সেবিকা ও পুলিশদের পিপিই বিতরণ করেছেন তিনি। 
 
আনোয়ার খান বলেন, ‘পিপিই সংকটের কারণে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন রামগঞ্জের ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টরা। তাদের কথা চিন্তা করে ৪০০ পিস পিপিই ও ৫৫০ পিস মাস্ক দিয়েছি। করোনা নিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছে তাদের জন্য আরও মাস্ক ও পিপিই পাঠানো হবে। রামগঞ্জ শুধু নয়, কোন হাসপাতালেরই কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।’ 

শুক্রবার রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ডাক্তারদের জন্য পাঠানো ২৫ পিস পিপিই ও ৫০০ পিস মাস্ক সংশ্লিষ্টদের হাতে তুলে দেন এ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি রিয়াজুল হায়দার বাপ্পী। এ সময় নিম্ন আয়ের মানুষের হাতে নগদ টাকা ও চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় খাবারের প্যাকেট দেওয়া হয়। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গুনময পোদ্দার বলেন, ‘পিপিই ও আধুনিক মাস্কের অভাবে আমরা যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলাম। এমপি মহোদয়ের পাঠানো এমন সময়োপযোগী উপহারগুলোর জন্য আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে মাঠ পর্যায়ে কাজ করা সিনিয়র সাংবাদিকদের জন্য সাংবাদিক ফোরাম কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আবু ছায়েদ মোহনের হাতে ১৫ পিস পিপিই ও ৫০ পিস মাস্ক তুলে দেন তিনি। এ বিষয়ে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ছায়েদ মোহন বলেন, ‘প্রথম শ্রেণীর পত্রিকার সাংবাদিকরা পিপিই না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে আসছেন।’ 

আগামীকাল শনিবার আরও কয়েকটি টেলিভিশনের সাংবাদিকদেরকে পিপিই ও মাস্ক দেওয়া হবে বলে জানান আনোয়ার হোসেন খান। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি