ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পিরোজপুর জেলা জজকে কেন বদলি জানতে চেয়ে রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৪ মার্চ ২০২০

পিরোজপুরের সাবেক এমপি আউয়াল দম্পত্তির জামিন খারিজের পর জেলা জজ আব্দুল মান্নানকে তাৎক্ষণিক বদলির আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এরআগে আদালত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের মতামত শুনেন। তারপর স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট।  

বদলির খবর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আসার পর তা আমলে নিয়ে বুধবার (৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) এ রুল জারি করেন। 

ব্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ইউনুছ আলী আকন্দ বিভিন্ন পত্রিকার প্রত্যাহারের প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন। এসব দেখে বিবেচনায় নিয়ে আদালত রুল জারি করেন। এবং আদলত বুধবার শুনানির দিন ধার্য্য করেন। 

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত বিচার বিভাগ পৃথকীকরণ মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ সংক্রান্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে রুল জারি করা হয়।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি