ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

পিরোজপুরে নদী দখলের মহোৎসব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পিরোজপুর স্বরূপকাঠির সন্ধ্যা নদী এবং তার শাখা নদীর বুকজুড়ে দখলের মহোৎসব। জনপ্রতিনিধিদের সহায়তায় নদীর পাশাপাশি স্থানীয়দের জমিও দখল হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে দখলকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

সন্ধ্যা নদীর কোলঘেঁষা স্বরূপকাঠি মূলত বিসিক শিল্প এলাকা।

উপজেলার জগৎপট্টি, ইন্দেরহাট, মিয়ারহাট, বরচাকাঠি, জগন্নাথকাঠি বন্দরসহ বেশ কিছু এলাকা জুড়ে অবাধে নদী দখল করে গড়ে উঠেছে ডক ইয়ার্ড, বহুতল ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অসংখ্য দোকানপাট। অভিযোগের তীর ছালেহিয়া ডক ইয়ার্ডের মালিক গফ্ফার মৃধার দিকে।

২০১৫ সালে পরিবেশ অধিদপ্তর ৫ লাখ টাকা জরিমানা ও নিষেধাজ্ঞা জারি করলেও এসবের তোয়াক্কা করেননি গফ্ফার মৃধা।

প্রতিবাদ করতে এলে তাদের বসতভিটেও দখলদারদের পেটে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি।

স্থানীয়দের অভিযোগ, এসব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাই।

তবে অভিযোগ অস্বীকার করেন স্বরূপকাঠির পৌরমেয়র গোলাম ফারুক।

দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

সন্ধ্যা নদী দখলমুক্ত করে ফিরিয়ে দেয়া হোক ঐতিহ্য, এমনটাই দাবি স্থানীয়দের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি