ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

পুঠিয়ায় পিকআপে বাসের ধাক্কা, বিদেশীসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:২৮, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পিকআপ বাসের ধাক্কায় বিদেশী নাগরিকসহ ২ জন নিহত হয়েছেন।  আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক গোলাপ হোসেন (২৬) ও যাত্রী আব্বাসী (৪০)। এদের মধ্যে গোলাপ টাঙ্গাইলের মুধুপুর এলাকার হাসান আলীর ছেলে।এদের মধ্যে আব্বাসী তুরস্কের নাগরিক।

পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, একটি পিকআপ রাজশাহীর দিকে আসার সময় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে যায়।

এ সময় সেঞ্চুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায় পিকআপটি। এতে ঘটনাস্থলে পিকআপের ড্রাইভার গোলাপ মারা যান।

মোস্তাফিজুর বলেন, এ ঘটনায় আহত হন পিকআপের যাত্রী আব্বাসী। তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি