ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

পুরনো বন্ধুকে পেয়ে কোলেই বসলেন রচনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:২০, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ ২২ বছর ধরে একে অপরকে চেনেন। প্রায় ৩৫টি ছবিতে এক সঙ্গে অভিনয় করেছেন তারা। ইদানীং অনস্ক্রিন এই জুটিকে দেখা না গেলেও অফস্ক্রিন বন্ধুত্ব এখনও অটুট। তারা অর্থাৎ প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে রচনা ব্যস্ত জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ওয়ান’ নিয়ে। তার উপস্থাপনা দীর্ঘ দিন ধরেই মন কেড়েছে দর্শকদের। অন্যদিকে প্রসেনজিতের ভূমিকা এখন অনেকটা অভিভাবকের মতো। অভিনয় তো রয়েইছে। পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি ইন্ডাস্ট্রিতে নতুনদের প্রচুর সুযোগ দিচ্ছেন। এ হেন জুটির কলকাতায় কোনও অনুষ্ঠান ছাড়া খুব একটা দেখা হয় না।

কিন্তু দেখা হল তাদের। মার্কিন মুলুকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা হল পুরনো দুই বন্ধুর। আর মজা করে প্রসেনজিতের কোলে বসলেন রচনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ছবিতে তাদের সঙ্গে স্পেস শেয়ার করেছেন শুভশ্রীও।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি