ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পুলিশ কমিশনারকে ‘ঘুষ প্রস্তাব’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৬ জুন ২০২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামকে ‘পার্সেন্টেজ (সুবিধা) গ্রহণের প্রস্তাব’ দিয়েছেন তার অধীনস্ত এক অফিসার। এ অভিযোগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদকে চিঠি দিয়ে ওই কর্মকর্তাকে বদলির অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

গত ৩০ মে ডিএমপি সদর দপ্তরের প্যাডে আইজিপিকে এ চিঠি দেন ডিএমপি কমিশনার। চিঠির স্মারক নং- ডিএমপি (সঃদঃ)/প্রশাসন/এ-৫১-২০২০/১০০৮।

চিঠিতে ডিএমপি কমিশনার উল্লেখ করেন, ‘ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিক) মো. ইমাম হোসেন বিপিএস-সেবা (বিপিএম-৭১৯৯০৭১৪০৫) একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের নিকট পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে উক্ত কর্মকর্তাকে ডিএমপিতে কর্মরত রাখা সমীচিন নয় বলে প্রতীয়মান হয়েছে।’    

আইজিপিকে অনুরোধ করে মোহা. শফিকুল ইসলাম লিখেছেন, ‘এমতাবস্থায়, ডিএমপির যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেন বিপিএম-সেবাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধে করা হলো।’

আইজিপিকে পাঠানো ডিএমপি কমিশনারের চিঠি
 
তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন চিঠির বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন,  ‘গোপনীয় কিছু থাকলে তা মিডিয়া বিভাগে আসে না।’

চিঠিটি পুলিশ সদর দপ্তরে পৌঁছায়নি বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। তিনি জানান, এই বিষয়ে পুলিশ সদর দপ্তরে এখনো কোনো কিছু পৌঁছায়নি। এমন করেসপনডেন্স এলে বা ইস্যুজ এলে পুলিশ সদর দপ্তর তা প্রপার ওয়েতে দেখবে।

 

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি