ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পুলিশ প্রশাসনে রদবদল: ২৬ এসপিকে বদলি

প্রকাশিত : ২০:০৩, ১৪ জুলাই ২০১৯ | আপডেট: ২০:৪৫, ১৪ জুলাই ২০১৯

পুলিশ প্রশাসনে ২৬ জন পুলিশ সুপার সমমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১১ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি মো. আনোয়ার হোসেন খানকে ও মৌলভীবাজার জেলার এসপি মোহাম্মদ শাহ জালালকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক এবং ফরিদপুর জেলার এসপি মো. জাকির হোসেন, নেত্রকোনা জেলার এসপি জয়দেব চৌধুরী, সাতক্ষীরা জেলার এসপি মো. সাজ্জাদুর রহমান, লক্ষ্মীপুর জেলার এসপি আ স ম মাহাতাব উদ্দিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জ জেলার এসপি মো. বরকতুউল্লাহ খানকে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকার এসপি, নাটোর জেলার এসপি সাইফুল্লাহ আল মামুনকে ঢাকা রেলওয়ের এসপি, মাদারীপুর জেলার এসপি সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জ কার্যালয়ের এসপি, নরসিংদী জেলার এসপি মিরাজ উদ্দিন আহম্মেদকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির এসপি আব্দুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের এসপি, এসবির এসপি ফারহাত আহমেদকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর এসপি, এসবির এসপি মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর জেলার এসপি, এসবির এসপি মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জ জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আলিমুজ্জামানকে ফরিদপুর জেলার এসপি, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে মৌলভীবাজার জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে নাটোর জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনা জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম মুরাদ আলিকে মেহেরপুর জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদী জেলার এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুর জেলার এসপি ও মেহেরপুর জেলার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি