ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পুলিশ প্লাজায় ঈদ আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১২:৩৯, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর শপিং মলগুলোর মধ্যে পুলিশ প্লাজায় দেশের শীর্ষস্থানীয় দেশীয় ব্র্যান্ডগুলোর বেশ কয়েকটি শোরুম ঈদ আয়োজনে সাজানো হয়েছে। বিক্রেতাদের দাবি, বেচাকেনায় এখনও পিছিয়ে আছেন তারা। তবে পোশাকসহ অন্যান্য পণ্যে উন্নত মানের নিশ্চয়তা দিয়েছেন ব্যবসায়ীরা।
পরিবারের সবার জন্য একবারে ঈদের সব কেনাকাটার রাজধানীতে রয়েছে বহু শপিং মল। এলাকাভিত্তিক গড়ে ওঠা এসব শপিং মলে পোশাকসহ মিলছে নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ।
শ্রেণী বিশেষের জন্য এসব শপিং মলে প্রায় সব পণ্যই বিদেশী। তাই চড়া মূল্য হলেও মান ভালো বলে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন ক্রেতারা।
শোরুমগুলোতে ক্রেতাদের প্রথম চাহিদাই থাকে পাকা রঙ আর বাহারী নকশা।
পুলিশ প্লাজায় এবার ক্রেতাদের আনাগোনা কম হলেও বিক্রেতারা আশাবাদী ভিড় বাড়বে।
বিদেশী পোশাক, পার্টি ড্রেস কিংবা ক্যাজুয়াল, জুতা অথবা গহনার ছড়াছড়ি শপিংমলে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি