ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

‘পুলিশের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ কমেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২৫ অক্টোবর ২০১৮

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, ‘পুলিশ সদস্যদের আচরণ কেমন হবে, সে ব্যাপারে আমরা বেশ সচেতন। আগে যেভাবে ব্যাপক হারে খারাপ আচরণের অভিযোগ আসতো, তা এখন কমেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি- এখন শতকরা ৫ ভাগও খারাপ আচরণের অভিযোগ আসে না।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘গভীর রাতে চেকপোস্টে এক নারী সিএনজি যাত্রীকে পুলিশের তল্লাশির সময় খারাপ আচরণের ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যে এই ভিডিওটি আপলোড করেছেন তিনি পুলিশেরেই সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতাও তার নেই।’

তিনি বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তে ৪৮ ঘণ্টার সময় দিয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনারের নের্তৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর দায়-দায়িত্ব নির্ধারণ করে, যারা ওই নারীর সঙ্গে বিরূপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু এই ক্ষেত্রে নয়, আগামীতেও কোনো পুলিশ সদস্য কোনো নাগরিকের সঙ্গে পেশাদার আচরণের বাইরে কিংবা খারাপ আচরণ করে, পুলিশের ব্যাপারে নেতিবাচক প্রভাব তৈরি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, মীর রেজাউল আলম, ডিসি মাসুদুর রহমান প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি