ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপের হুঁশিয়ারি হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৭ নভেম্বর ২০১৯

পেঁয়াজের অস্বাভাবিক দাম আগামী এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।’

সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা এ সংক্রান্ত একটি রিট শুনানিকালে রোববার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না- এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয় ওই রিট আবেদনে। রিটে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি