ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

পেয়ারে পাকিস্তানিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রাজাকার-যুদ্ধাপরাধীদের পূণর্বাসন করেছে, গাড়িতে পতাকা তুলে দিয়েছে তাদের ক্ষমা করা যাবে না। জাতি যেন তাদের ক্ষমা না করে। তিনি বলেন, পচাত্তরের পর একটা সময় সরকারি চাকরির আবেদনে মুক্তিযোদ্ধার সন্তান লিখতে অনেকে ভয় পেতেন। চাকরি হবে না এই ভয়ে মুক্তিযোদ্ধা পরিচয় দিতেন না। সেই পাকিস্তানের দোসরদের হাত থেকে, পেয়ারে পাকিস্তানিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি