ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রতিবন্ধী শিশু ধর্ষণের আসামীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ২৯ জানুয়ারি ২০২০

নোয়াখালীর সুবর্ণচরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলার আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নম্বর আমলী আদালতে সোপর্দ করলে আসামী ১৬৪ ধারায় এ জবানবন্ধী দেন। রাত ৮টার দিকে আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান আসামীর জবানবন্ধী রেকর্ড করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, বুধবার দুপুর সোয়া ৩টার দিকে আসামীকে সুবর্ণচর উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় আদালতে সোপর্দ করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেন আসামী। 

উল্লেখ, গতকাল মঙ্গলবার সকালে সুবর্ণচরের চর হাসান গ্রামে ধর্ষণের শিকার হন ১১ বছর বয়সি প্রতিবন্ধী শিশু। এ ঘটনায় রাতে তার মা বাদী হয়ে চরজব্বার থানায় নির্যাতিতার চাচাতো ভাই রাকিবকে একমাত্র আসামী করে মামলা দায়ের করে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি