ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:২৭, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়নে ব্রহ্মপুত্র নদের ওপারে বঙ্গবন্ধু নভোথিয়েটার, বিভাগীয় স্টেডিয়াম ও পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, ব্রহ্মপুত্র নদে ব্রিজ নির্মাণসহ বিভিন্ন মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এই জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি লোকের সমাগম ঘটবে। এরই মধ্যে সমাবেশ আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি