ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

`প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮` পেলেন বশেমুরবিপ্রবি`র ৬ শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: একুশে টেলিভিশন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: একুশে টেলিভিশন

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৬ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুরস্কার বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পদকপ্রাপ্ত বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মো. মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. সোয়েব হাওলাদার, জীববিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের মো. আরমান আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজ বিজ্ঞান বিভাগের নিপা সরকার, মানবিক অনুষদের ইংরেজি বিভাগের দিলারা খাতুন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোসাম্মাৎ আফরোজা খানম।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি