ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী ১৩ অক্টোবর পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৫০, ৩ অক্টোবর ২০১৮

পদ্মা সেতুর রেলসংযোগ ও স্থায়ী নদী তীর প্রতিরক্ষাসহ চারটি প্রকল্পের উদ্বোধন এবং চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৩ অক্টোবর তিনি এ প্রকল্পগুলো উদ্বোধন করবেন। একই সঙ্গে প্রকল্প উদ্বোধন শেষে দুই তীরে দু’টি জনসভায় ভাষণ দেবেন তিনি।

মঙ্গলবার বনানী সেতু কর্তৃপক্ষ ভবনে এক প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর জনসভার স্থান নির্ধারণ ও প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। আগামী ৮ অক্টোবর পদ্মা সেতু এলাকায় আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পন্ন হয়েছে শতকরা ৫৯ ভাগ এবং মূল সেতুর অগ্রগতি হয়েছে ৭০ ভাগ। পদ্মা সেতুর কাজ কবে শেষ হবে চলতি মাসের শেষ সপ্তাহে তা জানা যাবে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন প্রত্যাহার করার পরও প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেন। তার সাহসী সিদ্ধান্তের ফলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।’

সূত্র : বাসস

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি