ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:০১, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখলেন সীতাকুন্ড পৌরসভা যুবলীগের সভাপতি। জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন করা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি লেখেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি অাকর্ষণের জন্য তার বরাবরে লেখা একটি দরখাস্ত তিনি ফেসবুকে পোস্ট করেছেন।

দরখাস্তে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে খাল পুনঃখনন না হওয়ায় অধিকাংশ খাল ভরাট হয়ে গিয়েছে। এর ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টি হলে পানি নিষ্কাশনের পথ বন্ধ। বিশেষ করে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় পাহাড়ী ঢল সমুদ্রে যেতে না পারায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় বন্যার সৃষ্টি হয়। এতে কৃষিকাজের সমস্যা তো দেখা দেয়, উপরন্তু জন জীবনেও নেমে অাসে দুর্ভোগ। তবে প্রশাসনের সংশ্লিষ্ট দফতর এসব ব্যাপারে উদাসীন।

এ প্রতিবেদকের সঙ্গে অালাপকালে শাহ কামাল চৌধুরী বলেন, এটি শুধু সীতাকুন্ডের নয়; বরং জাতীয় জীবনের বড় সমস্যা। তাই এর সমাধানে সরকারকে এগিয়ে অাসা উচিৎ। তিনি একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, অামি জানি না, অামার অাবেদন প্রধানমন্ত্রীর নজর কাড়বে কিনা, তবে ওনার দৃষ্টি অাকর্ষণ করতে পারলে রেহায় পাবে কয়েক লাখ লোক।

শাহ কামাল চৌধুরীর লেখা দরখাস্ত ইতোমধ্যে ফেসবুকেও ব্যাপক সাড়া পড়তে দেখা গেছে। স্থানীয় বিভিন্ন যুবক ও শ্রেণি পেশার মানুষকে তার এ দরখাস্তে সমর্থন দিতে দেখা গেছে।

উল্লেখ্য, সীতাকুন্ডের একদিকে পাহাড় ও অন্যদিকে বঙ্গোপসাগরের মোহনা স্বন্দ্বীপ চ্যানেল হওয়ায় প্রতিবছর বর্ষায় পাহাড় থেকে নেমে অাসে পাহাড়ী ঢল। কিন্তু খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই প্রায় পুরো সীতাকুন্ড পানির নিচে তলিয়ে যায়। এর ফলে একদিকে যেমন কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তেমনি সাধারণ জনজীবনেও দেখা দেয় দুর্ভোগ।

অা অা// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি