ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন আফজাল শরীফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের প্রায় ৫০০ সিনেমার অভিনেতা আফজাল শরীফ। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ তিনি। দীর্ঘ চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন রঙ্গ-ব্যঙ্গ, কৌতুক অভিনেতা। নিয়মিত ব্যয়বহুল থেরাপি নিতে হয় তাকে।

সম্প্রতি প্রধানন্ত্রীর কাছে নিজের চিকিৎসার খরচ চেয়ে একটি আবেদন করেছেন তিনি। আবেদনপত্র জমা দিতে অভিনেতা আফজালকে নিয়ে প্রধানন্ত্রীর কার্যালয়ে যান শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্য নির্মাতা জি. এম সৈকত।

সেদিন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক অভিনেতার চিকিৎসা সহায়তার আবেদনপত্র গ্রহণ করেন।

নির্মাতা সৈকত জানান, কয়েকদিন আগে তার নির্দেশনার একটি নাটকে অভিনয় করার সময় তিনি দেখেছেন আফজালের শারীরিক অবস্থা খুব খারাপ। বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তার। পা ফুলে যায়, তার মেরুদণ্ড, কোমর, হাড়ের জয়েন্ট ভীষণ দুর্বল।

অভিনেতা আফজাল জানান, তার কোমরে সব সময় ব্যথা করে। এতদিন বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন। ব্যথা উঠলেই থেরাপি দিতে হয়। তারপরেও কোনো উন্নতি হয়নি। দেশের বাইরে থেকে চিকিৎসা নিলে হয়তো সুস্থ হতে পারেন। এর জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন। তিনি সুস্থ হয়ে কাজে ফিরতে চান।

তার আশা খুব শিগগির-ই আফজাল শরীফকে প্রধানমন্ত্রী ডাকবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি